বটিয়াঘাটা প্রতিনিধি : জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০১৯ উদযাপন উপলক্ষ্যে বটিয়াঘাটা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এক র্যালি ও আলোচনা সভা স্থানীয় সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ দেলোয়ার হোসেন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকতা হাবিবুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসী রানী প্রমূখ। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে।