বটিয়াঘাটা প্রতিনিধিঃ খুলনা জেলা প্রশাসক আমিন উল আহসান বলেছেন, প্রত্যেক পিতা-মাতার সবচেয়ে মূল্যবান সম্পদ হলো তার সন্তান। তাই পিতা-মাতা যে কষ্ট করেন, তা তো শুধু সন্তানদের জন্যই করেন। কিন্তু সন্তানরা যদি সু-শিক্ষায় শিক্ষিত না হয়, তা হলে আর কষ্টের সীমা থাকে না। সুতারাং ছেলে-মেয়েরা স্কুল ও বাইরে গিয়ে কি করছে তাদের প্রতি খোঁজ রাখতে হবে। যে বাবা-মা যতো দেখভালো করতে পারছে তার সন্তান ততো ভালো জীবন গড়ে নিতে পারছে। কারন সরকার সর্বোচ্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শতভাগ শিক্ষা নিশ্চিত করতে বারংবার তাগিদ দিচ্ছেন ও মধ্যম আয়ের দেশ ঘোষনা দিয়েছেন। আগামী দিনে আপনাদের সন্তানরাই তো দেশ গড়ার কাজে নেতৃত্বে আসবে। তিনি বৃহস্পতিবার বেলা ১১টায় বটিয়াঘাটার মুহাম্মদনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমেন্দ্র নাথ পোদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মিজানুর রহমান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আশিকুজ্জামান আশিক, এসএমসির সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল আজিজ শেখ ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ। প্রধান শিক্ষক মনিরুজ্জামান ময়নার সার্বিক পরিচালনা ও সহকারী শিক্ষক এসএম এমদাদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য রেহেনা আফরোজ সুইটি, অভিভাবক আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, সহকারী শিক্ষক শম্পা মল্লিক, সহকারী শিক্ষক শামীমা সুলতানা ও সহকারী শিক্ষক সেলিনা খাতুন। উল্লেখ্য বিদ্যালয়টিতে ১০৩৬জন শিক্ষার্থীর বিপরীতে মাত্র ৫জন শিক্ষক পাঠদান করার কাজে নিয়োজিত থাকায় শিক্ষা কার্যক্রম চরমভাবে বিঘিœত হওয়ায় সমাবেশের মধ্যে সকল অভিভাবক উঠে দাঁড়িয়ে ছেলে-মেয়েদের প্রদেয় খাদ্য প্রয়োজনে বাদ দিয়ে স্কুলে শিক্ষক নিয়োগের দাবী জানান। জেলা প্রশাসক এ সময় অভিভাবকদের আশ্বাস প্রদান করেন এবং পরে বিদ্যালয় পরিদর্শন করেন।