বটিয়াঘাটায় তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠিত

প্রকাশঃ ২০১৮-০১-১৩ - ১৬:৪৫

বটিয়াঘাটা প্রতিনিধি : আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে দেশে বিভিন্ন সেক্টরে ব্যাপক উন্নয়ন সাধিত হয়্। যার সুফল বাংলাদেশের শহর থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চলের সাধারন মানুষ এ সুবিধা ভোগ করছে। তিনি আরও বলেন আওয়ামীলীগ সরকারের এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবে রুপদান দিতে এবং অসমাপ্ত কাজগুলো করার লক্ষ্যে পুন:রায় আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে। শনিবার বিকাল ৩ টায় বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে ‘‘উন্নয়ন মেলা’‘-২০১৮ সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ এ কথাগুলি বলেন। উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) শেখ মহিউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল, জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক এ্যাড. নিমাই চন্দ্র রায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম খান, উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই চন্দ্র গাইন, মহিলা ভাইস চেয়ারম্যান বুলু রায় গাঙ্গুলী, স্বাস্থ্য কর্মকর্তা রামপদ সাহা, প্রানী সম্পদ কর্মকর্তা স্বপন কুমার রায়, কৃষি কর্মকর্তা মিসেস রুবায়েত আরা, থানা অফিসার ইনচার্জ মোজাম্মেল হক মামুন, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আফজাল হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পদক ও জেলা পরিষদ সদস্য দিলীপ হালদার, মৎস্য কর্মকর্তা মনিরুল মামুন, সমাজ সেবা কর্মকর্তা অমিত সমাদ্দার, যুব উন্নয়ন কর্মকর্তা মোনায়েম খান, প্রকৌশলী মাহমুদ হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল, প্রাথমিক শিক্ষা মো: হাবিবুর রহমান, খাদ্য নিয়ন্ত্রক জাকির হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী বিপ্রকাশ ঢালী, ভ্যাটেনারী সার্জন বঙ্কিম হালদার, চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল, শেখ হাদী উজ জামান হাদী, আব্দুল হাদী সরদার, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ইমরান হোসেন ইমু, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ইন্দ্রজিত টিকাদার, সাংবাদিক এনায়েত আলী বিশ্বাস, জলমা তহশীলদার জগন্নাথ ঘোষ, সুরখালী তহশীলদার স্বপন কুমার, সহকারী তহশীলদার বাবুল আক্তার, জালাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম রিপন, নির্বাহী অফিসারের সি,এ মনিরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যানের সি,এ মো: হারুন প্রমূখ। এ সময় অতিথিবৃন্দ উন্নয়ন মেলায় বিভিন্ন ধরনের স্টল পরিদর্শন করেন এবং অনুষ্ঠানের শেষে বিভিন্ন বিষয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।