বটিয়াঘাটা প্রতিনিধি : উপজেলা প্রসাশনের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে উদযাপন উপলক্ষে এক জরুরি প্রস্ততি মূলক সভা বুধবার বিকাল সাড়ে তিনটায় স্থানীয় জ্যোতিষ্ক সম্মেলন কক্ষে নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান, ভাইস চেয়ারম্যান নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অপর্ণা বিশ্বাস, বটিয়াঘাটা থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল কবীর,হরিনটানা থানা অফিসার ইনচার্জ মোঃ সানোয়ার হোসেন,লবনচরা থানা অফিসার ইনচার্জ মোঃ সরোয়ার জাহান,
কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম, প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তী,সমাজ সেবা কর্মকর্তা অমিত সমাদ্দার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রসেনজিৎ প্রণয় মিশ্র,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এমদাদুল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ও সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার,প্রাণী সম্পদ অধিদপ্তরের ভেটেনারী সার্জন ডাঃ প্রিতীলতা দাস, আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ সাঈদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিধান চন্দ্র রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক মনোরঞ্জন মন্ডল ও সাধারণ সম্পাদক গোবিন্দ মল্লিক, চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল ও আলহাজ্ব আশিকুজ্জামান আশিক, আ’লীগ নেতা রবীন্দ্রনাথ ঢালী,শিক্ষীকা মল্লিকা মল্লিক, ইউপি সদস্যা লতিকা মল্লিক সহ বিভিন্ন মন্দিরের প্রতিনিধি বৃন্দ । সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে উদযাপন করার জন্য বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে ।