বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের তেঁতুলতলা গ্রামে বুধবার দিবাগত রাতে দুর্ধর্ষ গরু চুরি সংঘটিত হয়েছে। সূত্রে প্রকাশ, তেঁতুলতলা গ্রামে উত্তর পাড়ায় আঃ সালামের ১টি গাভী, একই এলাকার মোঃ হাবিবের ২টি গাভী, মোঃ জাহাঙ্গীরের ২টি গাভী এবং মন্টুর ১টা গাভী-মোট ৬টি গরু চুরি করে নিয়ে যায়। ভুক্তভোগীরা জানায়, গরু গুলো গোয়াল ঘরের পাশে খড়ের গাদায় বাধাঁ ছিল। ৬টি গরুগুলোর আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা। এ রিপোট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।