বটিয়াঘাটা প্রতিনিধিঃ মঙ্গলবার রাত ১২টা ১মিনিট থেকে শুরু হচ্ছে সারা বিশ্ব ও দেশের ন্যায় বটিয়াঘাটা উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের তৃতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা পূজা। এই গত ১৫-২০দিন পূর্বে অনুষ্ঠিত হলো তাদের প্রধান বৃহত্তম উৎসব শ্রী শ্রী শারদীয়া দূর্গা পূজা। পূজাটি শেষ হওয়ার ৫দিনের মাথায় বাড়িতে বাড়িতে তারা ধনদেবী শ্রী শ্রী লক্ষ্মী-নারায়নের পূজার অনুষ্ঠান সেরে তৃতীয় বৃহত্তম উৎসব উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি গ্রহনে নেমে পড়ে। এবার এ উপজেলায় ১২৩টি ব্যক্তিগত ও সার্ব্বজনীন মন্দিরে শ্রী শ্রী দূর্গা পূজা অনুষ্ঠিত হয়। যে সকল মন্দিরে দূর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে সে সকল মন্দির সহ বিভিন্ন ক্লাব, ব্যক্তি বাড়িতে মানষিক এবং বাৎসরিক সহ প্রায় দেড়শতাধিক মন্দিরে এবার শ্র্রী শ্রী শ্যামা মায়ের পূজা অনুষ্ঠিত হচ্ছে। এদিকে পূজাকে প্রাণবন্ত করতে বিভিন্ন পূজা উদযাপন কমিটি সাংস্কৃতিক সন্ধ্যা, ধর্মীয় নাটক ও নৌকাবাইচ প্রতিযোগীতার আয়োজন করেছে। আজ সোমবার চতুদর্শী উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের চতুদর্শী দিপাবলী ও চৌদ্দ শাক্ ভক্ষণ। শুধু তাই নয়, দিপাবলীকে ঘিরে সনাতন ধর্মালবম্বীরা প্রয়াত পূর্বপুরুষদের সকল পাপকর্মের কর্মফল যেনো সৃষ্টিকর্তা ক্ষমা করে মর্ত্যলোকে ঈশ্বরের পাদপদ্মে স্থানদেন এবং তাদের আত্মার সদগতি করেন এ কামনা করে চৌদ্দ পুরুষের ভিটায় বাতি ও প্রদ্বীপ প্রজ্জ্বলন করেন। মঙ্গলবার সারা রাত ব্যাপী পূজা শেষে পরদিন বুধবার প্রভাতে ভক্তদের মাঝে প্রসাদ বিতরন করা হবে। অপরদিকে পূজার দূর্ঘটনা এড়াতে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে বলে প্রশাসন আইন শৃংঙ্খলা বাহিনী জানায়। থানার ওসি ও উপজেলা আইন-শৃংঙ্খলা রক্ষা কমিটির সদস্য সচিব মোঃ মাহবুবুর রহমান জানান, পূজাকে ঘিরে পুলিশ প্রশাসন সকল মন্দিরে সার্ব্বক্ষনিক পর্যবেক্ষনে রেখেছে। তাছাড়া যে সকল পূজা মন্দিরে অধিকসংখ্যক ভক্তদের সমাগম ঘটবে সেখানে দিবা-রাত্র পুলিশ প্রহরা নিযুক্ত থাকবে। উপজেলা আইন-শৃংঙ্খলা রক্ষা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী জানান, প্রশাসন সহ আইন-শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী পূজাকে ঘিরে সার্ব্বক্ষনিক আইন-শৃংঙ্খলা রক্ষায় ভূমিকা রেখে যাচ্ছে। যেহেতু দূর্গা পূজা সুষ্ঠুভাবে সম্পান্ন হয়েছে। আশা করছি শ্যামা পূজা সুন্দর ভাবে সম্পান্ন হবে।