বটিয়াঘাটা : বটিয়াঘাটা নিজেরা করি ভূমিহীন সংগঠনের আয়োজনে মঙ্গলবার দুপুরে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারক লিপি প্রদান করেন। স্মারক লিপিতে তারা উল্লেখ করেন গত ৩১ মে ঋষি সম্প্রদায়ের শিতল দাসকে ক্ষত্রিয়দের মহাশ্মশানে দাহ করাকে কেন্দ্র করে ঋষিদের উপর হুমকী ধামকী অব্যহত রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যাবস্থা গ্রহণের প্রয়োজন। স্মারক লিপি প্রদান কালে উপস্থিত ছিলেন, নিজেরা করি সংগঠনের বিভাগীয় সমন্বয়ক স্বপন কুমার দাস, সংগঠক আবুল খায়ের মজনু, প্রশিক্ষক নাসিমা খাতুন, অঞ্চল সমন্বয়ক সাহাদুল ইসলাম, কর্মসূচি সংগঠক নাহিদ রেহানা, বিধান চন্দ্র বর্মন, ইউপি সদস্য অলোকেশ সরকার, ভূমিহীন নেতা অমিও চন্দ্র দাস, ক্ষিরোদ বৈরাগী, গুরুদাসী বৈরাগী, আরতী সরকার, মিলন দাস, মোস্তাফা সরদার প্রমুখ।