বটিয়াঘাটায় পুলিশ কর্মকর্তার পুত্র হত্যায় আদালতে মায়ের স্বীকারোক্তি

প্রকাশঃ ২০২০-১২-০২ - ১৮:১২

খুলনা অফিস : খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ফুলতলা গ্রামে পুলিশ কর্মকর্তার পুত্র অনুভব কুমার মণ্ডল যশকে হত্যার ঘটনায় মা তনুশ্রী মণ্ডল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানা গেছে ৷

আজ বুধবার (২ ডিসেম্বর) দুপুরে ১৬৪ ধারায় মায়ের জবানবন্দি রেকর্ড করেন খুলনা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক। মামলার তদন্ত কর্মকর্তা বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত উজ্জল কুমার দত্ত বলেন, এজাহারনামীয় আসামি নিহত শিশুর কাকা অনুপ মণ্ডলকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রিমান্ড শেষে হত্যাকাণ্ডের মূল মোটিফ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা। উল্লেখ্য, বটিয়াঘাটা উপজেলার ফুলতলা গ্রামের অমিত মণ্ডল ঢাকার বাড্ডা থানায় এএসআই পদে কর্তব্যরত। স্ত্রী তনুশ্রী মণ্ডল ও একমাত্র পুত্র সন্তান জসকে (৫) নিয়ে তিনি ঢাকায় থাকতেন। গত ২৯ নভেম্বর রাত ৮টার দিকে তনুশ্রী ও তার শিশু পুত্র জস রাস পূজা উপলক্ষে ফুলতলার গ্রামে বেড়াতে আসেন। ৩০ নভেম্বর সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শিশু জস মণ্ডলের লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় শিশু জসের কাকা অনুপ মণ্ডল পাশে বসে ছিলেন।