বটিয়াঘাটায় প্রকল্পের মাঠ পরিদর্শন

প্রকাশঃ ২০২২-০৮-২৬ - ২২:৪৮

বটিয়াঘাটা প্রতিনিধিঃ বটিয়াঘাটার গঙ্গারামপুর তিঁতুখালী এলাকায় ধানের লবণ সহনশীলতা বৃদ্ধিতে উরিধান সংশ্লিষ্ট জিন এবং অনুজীবের প্রয়োগ শীর্ষক প্রকল্পের মাঠ পরিদর্শন করেন প্রকল্পের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। শুক্রবার বেলা তিনটায় উক্ত প্রকল্প সরেজমিন পরিদর্শন শেষে তারা সাধারণ কৃষকদের মাঝে এক মত বিনিময় সভায় মিলিত হন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত প্রকল্প পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ড. জেবা ইসলাম সেরাজ, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোঃ জহুরুল ইসলাম, উপ-সচিব এস এম ইমরুল হাসান, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সহকারী পরিচালক মোঃ ইউছুপ মেহেদী ও সহকারী পরিচালক মোঃ মোস্তফা কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উরি ধানের ব্যবহারিক প্রয়োগ’র উপ-প্রকল্প পরিচালক ড. রাকিবুল ইসলাম, সাতক্ষীরা ব্রি আঞ্চলিক কার্যালয়ের সিএসও ও প্রধান ড. তাহমিদ হোসেন আনসারি,ধান গবেষণা ইনিস্টিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ সাজ্জাদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচালক-১ সরদার ইলিয়াস হোসেন ও উপ-পরিচালক ১ মোঃ আমির হোসেন, ভাইস-চেয়ারম্যানদ্বয় নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা দীপন কুমার হালদার, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তাা ধরুবজ্যোতি সরকার, ওয়াটার ম্যানেজমেন্ট সিল্ড প্রজেক্ট’র কর্মসূচি সংগঠক ও প্রকল্পের সহায়তাকারী অমল কুমার রায়, কৃষিবিদ স্বপন কুমার ভদ্র ও সাংবাদিক পরাগ রায় সহ স্থানীয় কৃষকবৃন্দ।