বটিয়াঘাটা প্রতিনিধি :বটিযাঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের হাটবাটি গ্রামের রিয়াজুল হক (২৫) নামের এক এসি রিপিয়ারিং মেকার করোনায় আক্রান্ত হয়ে খুলনা মেডিকেলে ভর্তি হয়েছে।সে ওই গ্রামের এনামুল হকের পুত্র।জানা গেছে, এনামুল ঢাকা নারায়ণগন্জে এসি রিপিয়ারিং এর কাজ করতো।গত রবিবার সে নারায়নগঞ্জ থেকে বাড়ীতে এলে গলায় ব্যাথা ও কাশি অনুভব করলে তাকে সোমবার খুলনা মেডিকেল হাসপাতালে সনাক্তে পাঠানো হয়। করোনা টেষ্টে তার পজেটিভ রিপোর্ট আসলে তাকে আইসোলেশনে রাখা হয়। এদিকে খবর পেয়ে অাজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অপর্না বিশ্বাস, থানার ওসি মোঃ রবিউল কবির, ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম হাচান,ইউপি সদস্য বেনজির আহম্মেদ,মহিলা ইউপি সদস্য হোসনেয়ারা বেগম দফাদার মোদাচ্ছের সেখ,গ্রাম পুলিশ সদস্য নুরুন্নবী ইসলাম প্রমূখ তার গ্রামের বাড়ীতে গিয়ে গভীর রাত পর্যন্ত আশপাশ এলাকায় লক ডাউন করে দেয়।