বটিয়াঘাটায় প্রাক-বড় দিন ও বার্ষিক উপহার সামগ্রী বিতরন

প্রকাশঃ ২০২০-১২-২১ - ১৭:১৫

ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা : বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও সংরক্ষিত আসনের (এমপি) এ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্না সরকার বলেল, স্বাধীনতার চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবে রূপদান দিতে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ অর্থনৈতিক উন্নয়নসহ সারা বিশ্বের কাছে একটি রোল মডেল হিসাবে চিহ্নিত হয়েছে। বিশ্ব মহামারী করোনা ভাইরাস মোকাবেলার পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে ব্যাপক কাজ করে চলেছে। তারই ধারাবাহিকতায় পদ্মাসেতু, বঙ্গবন্ধু স্যাটেলাইট, ভূমিহীন ও গৃহহীনদের পুনঃবাসন সহ বিভিন্ন বিষয়ে বিশ্বের অনেক দেশের তুলনায় আমরা যুগন্তকারী পদক্ষেপ বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে জাতি, ধর্ম, বর্ন নির্বিশেষে সকলে তাদের ধর্মীয় উৎসব অসম্প্রদায়িক চেতনায় যার যার ধর্ম নির্বিঘ্নে উদযাপন করতে পারে। বিজয়ের এই মাসে আসন্ন পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলে মিলে আওয়ামীলীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। তাহলে দেশের এই উন্নয়নের ধারা অব্যহত থাকবে। বটিয়াঘাটা উপজেলার মল্লিকের মোড় জলমা আর্শিবাদ এজি চার্জের আয়োজনে প্রাক বড় দিন ও বার্ষিক উপহার সামগ্রী বিতরনী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তৃতায় এ কথাগুলি বলেন। বিএজিসি এর চেয়ারম্যান রেভাঃ যোনাথন এল মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অথিতি ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি আ’লীগ নেতা বিধান চন্দ্র রায়, বীরমুক্তিযোদ্ধা ও আ’লীগ নেতা কার্তিক চন্দ্র বিশ্বাস, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, আর্শিবাদ হোপ সেন্টারের দক্ষিণ-পশ্চিম বিভাগীয় কোয়াডিটেনর জেমস অসিত বিশ্বাস, জলমা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য বিপ্রদাস টিকাদার কার্তিক, ইউপি সদস্যা তপতী রানী বিশ্বাস। জলমা এজি চার্জের প্রধান শিক্ষক সমারেশ বরকন্দাজ এর সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক পরিতোষ রায়, সাংবাদিক ইমরান হোসেন, জলমা এজি চার্জের পালক রেভাঃ প্রবীর মন্ডল, সহকারী শিক্ষক সিসিলিয়া মন্ডল, অনুভা রায়, আলোমতি বৈদ্য, পলাশ মোল্লা, সন্ধ্যা বিশ্বাস সহ এজি চার্জের ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ। এসময় ১৪০ টি পরিবারের মধ্যে ১৫১ জনকে শীতবস্ত্র (কম্বল), চাউল, ডাউল, তেল, আটা, সাবান সহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করেন।