বটিয়াঘাটা প্রতিনিধিঃ রবিবার বেলা ১১টা থেকে শুরু হচ্ছে সারা দেশের ন্যায় বটিয়াঘাটা উপজেলার প্রাথমিক ও এবতেদায়ী (পিএসসি) সমাপনী পরীক্ষা। উপজেলা প্রাশসন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কঠোর আয়োজনের মধ্যদিয়েই এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবার এ উপজেলায় প্রাথমিক ও এবতেদায়ী মিলিয়ে সর্বমোট ২৮৬৫জন পরীক্ষার্থী অংশগ্রহন করবে। এর মধ্যে ছাত্রের সংখ্যা ১৫১১জন ও ছাত্রীর সংখ্যা ১৩৫৪জন। এদের মধ্যে প্রাথমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৭৩৩জন। এতে ছাত্রের সংখ্যা ১৪৪৯জন ও ছাত্রীর সংখ্যা ১২৮৪জন। অপর দিকে এবতেদায়ী পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৩২জন। এর মধ্যে ৬২জন ছাত্র ও ৭০জন ছাত্রী পরীক্ষার্থী। বেলা ১১টায় উপজেলার ১০টি কেন্দ্রে ইংরেজী পরীক্ষা দিয়েই এ পরীক্ষা শুরু হচ্ছে। ১০টি কেন্দ্রে ১০জন ভারপ্রাপ্ত কর্মকর্তা ইতিমধ্যেই নিযুক্ত করা হয়েছে। পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট দেবাশীষ চৌধুরী এবং সদস্য সচিবের দ্বায়িত্ব পালন করছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান। প্রত্যেকটি কেন্দ্রে একজন করে বিশেষ ক্ষমতা দিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে। বটিয়াঘাটা হেঃকোঃ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা নিযুক্ত হয়েছেন ভ্যাটেনারী সার্জন বঙ্কিম হালদার। টানা ৬দিন ব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাকে ঘিরে প্রশাসনের তরফ থেকে পরীক্ষা কেন্দ্রের আশেপাসে পরীক্ষা চলাকালীন সময় ১৪৪ধারা জারি করা হয়েছে।