বটিয়াঘাটায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশঃ ২০২১-০৬-০৮ - ১৭:১৬

বটিয়াঘাটা প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব- ১৭)- ২০২১ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট,বালিকা( অনূর্ধ্ব -১৭)-২০২১ এর উপজেলা পর্যায়ের উদ্বোধনী খেলা মঙ্গলবার সকাল দশটায় স্থানীয় বটিয়াঘাটা উপজেলা টিডিসি ময়দানে অনুষ্ঠিত হয়। খেলার শুভ উদ্বোধন করেন টুর্নামেন্ট সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল হাই সিদ্দিকী সহকারীকমিশনার (ভুমি), জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলিপ হালদার, ভাইস চেয়ারম্যানদ্বয় নিতাই গাইন ভাইস ও চঞ্চলা মন্ডল,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এমদাদুল হক, ওসি (তদন্ত) মোল্যা মোঃ খালিদ হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ,ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা শেখ আফজাল হোসেন, বীর মুক্তিযুদ্ধা বিনয় কৃষ্ণ সরকার। উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল ও যুব উন্নয়ন কর্মকর্তা মোনায়েম খান এর যৌথ সঞ্চালনায় ও ধারা বিবরণীর মধ্য দিয়ে অনুষ্ঠিত খেলায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আশিকুজ্জামান আশিক, অধ্যাপক পার্থপ্রতিম মন্ডল, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সমীর কুমার রায় ও সাধারণ সম্পাদক ধীমান মন্ডল, সহকারী শিক্ষক রঞ্জন কুমার রায়, সমাজসেবক অনুপম মন্ডল, সাংবাদিক ইমরান হোসেন, ইউপি সদস্য বিপ্রদাস টিকাদার কার্তিক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, দর্শনার্থী বৃন্দ। খেলায় বালক (অনূর্ধ্ব -১৭) তে ১নং জলমা ইউনিয়ন , ৪নং সুরখালী ইউনিয়নকে ১ -০ গোলে হারিয়ে বিজয়ী হয়। খেলা পরিচালনা করেন কেডিএস এর রেফারি জাহিদুর ইসলাম। সহকারীর দায়িত্ব পালন করেন জাহিদুল ইসলাম ও তৌহিদুল ইসলাম।চতুর্থ রেফারির দায়িত্ব পালন করেন অধ্যাপক পার্থপ্রতিম মন্ডল। আগামী ১০ জুন বিকাল চারটায় ওই একই ময়দানে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।