বটিয়াঘাটায় বজ্রপাত নিয়ন্ত্রনে তাল বীজ রোপণ

প্রকাশঃ ২০২১-০৯-০৯ - ০১:০৩

বটিয়াঘাটাঃ খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের সুখদাড়া গ্রামের মোঃ জাকির হোসেন নিজ উদ্যোগে সরকারি রাস্তার পাশে তালের বীজ রোপণ করছেন। জানাগেছে, বটিয়াঘাটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান সরদারের পরামর্শে ও মোঃ জাকির হোসেন নিজ উদ্যোগে এলাকার বিভিন্ন সরকারী রাস্তার পাশে স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রদের নিয়ে উক্ত তালের চারা রোপণ করেন। মোঃ জাকির হোসেন বলেন, প্রতি বছর বজ্রপাতে বহু মানুষ ও গৃহ পালিত পশু মারা যাচ্ছে। মানুষ মারা গিয়ে বহু পরিবার অভিভাবক শুন্য হয়ে পড়েছে। এতে করে ওই পরিবার গুলো অভিভাবক শুন্য হয়ে আয়ক্ষম লোক হারিয়ে দিশেহারা হয়ে পড়ছে। পাশাপাশি গৃহ পালিত পশু মৃত্যু বরন করায় অর্থনৈতিক ভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বজ্রপাত নিয়ন্ত্রনে তাল গাছের কোনো বিকল্প নেই। বজ্রপাত নিয়ন্ত্রনে সরকারে সিদ্ধান্ত বেশি করে তাল গাছ লাগাতে হবে। সেই বিষয়টি গুরুত্ব দিয়ে মোঃ জাকিরের নেতৃত্বে স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রদের সমন্বয়ে সুখদাড়া গ্রাম থেকে শুরু করে খলসীবুনিয়া গ্রামের মাথা পর্যন্ত রাস্তার পাশে তালের বীজ রোপণ করে চলেছেন। তিনি স্থানীয় প্রশাসন এবং উপজেলা কৃষি কর্মকর্তা নিকট দৃষ্টি আর্কষন করে বলেন, যখন এই তালের চারা গুলি গজিয়ে উঠবে তখন সেই চারা গুলি রক্ষনাবেক্ষনের উদ্যোগ গ্রহন করেন তাহলে তার শ্রম সার্থক হবে।