বিজ্ঞপ্তি : দেশীয় বীজ-বৈচিত্র্য সম্প্রসারণের লক্ষ্যে বটিয়াঘাটায় আজ শনিবার ১৩ জুলাই ২০১৯ বিনামূল্যে স্থানীয় প্রজাতির আমন ধানবীজ বিতরণ করা হয়। গঙ্গারামপুর কৃষক সংগঠন ও লোকজের উদ্যোগে গঙ্গারামপুর স্টার ইউনিট ক্লাব চত্ত্বরে অনুষ্ঠিত ধানবীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর কৃষক সংগঠনের সভাপতি বিষ্ণুপদ রায়, সহসভাপতি নিকুঞ্জুবিহারী সরকার, নজরুল শেখ, লোকজের সমন্বয়কারী পলাশ দাশ, সিনিয়ার প্রোগ্রাম অফিসার মিলন কান্তি ম-ল, দিপংকর কবিরাজ প্রমুখ। বটিয়াঘাটা উপজেলার ভান্ডারকোট, গঙ্গারামপুর, সুরখালী ও বটিয়াঘাটা সদর ইউনিয়নের অর্ধশত কৃষক এবং বটিয়াঘাটা লবণাক্তা পরিবীক্ষণ ও গবেষণা কেন্দ্র কর্তৃপক্ষ ৪৫ প্রজাতির স্থানীয় আমন ধানের বীজ সংগ্রহ করেন। বিতরণকৃত স্থানীয় প্রজাতির উল্লেখযোগ্য আমন ধানবীজগুলো হলো- বাঁশফুল বালাম, খেজুরছড়ি বালাম, কালোজিরা, মরিচশাইল, গোপালভোগ, পাটনাই বালাম, সাদামোটা, কার্ত্তিক বালাম, ডাকশাইল, তিলেকুচি, ভুটেস্যালট, দারশাইল, পঙ্খীরাজ, কুমড়াগোড়, মন্তেশর, নোনাকচি, লাল গোটাল, হরিধান, সাদা গোটাল, সাদা বাঁশফুল, সাদা চিনিকানাই, হোগলা, কাঁচড়া, সাহেবকচি, হাতিবজড়, মোহিনীস্যালট, রুপশাইল, খেজুরছড়ি, মালাগাথী, বৌসোহাগী, বজ্রমুড়ী, কলমীলতা, ক্যারাঙ্গাল, সাগরফনা, চিনিআতপ, লিলি, লালমোটা। এছাড়া ব্রিডিংকৃত এফ-৯ পর্যায়ের নতুন উদ্ভাবিত ৪টি জাতের আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে।
কৃষিতে বহুজাতিক কোম্পানীর বীজের আধিপাত্য ও আগ্রাসনের বিরুদ্ধে স্থানীয় জাতের বীজ স্বত্ত্বাকে টিকিয়ে রাখা ও তা সম্প্রসারণের লক্ষ্যে লোকজ কৃষক নেতৃত্বে কৃষি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে স্থানীয় প্রজাতির আমন ধানবীজ বিতরণ করেছে।