খুলনা অফিস : ঈদ উপলক্ষে দুস্থদের মাঝে ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণের উদ্বোধন করেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে এগারটায় বটিয়াঘাটা বাজার চত্তরে বটিয়াঘাটা ইউনিয়ের ৯ নং ওয়ার্ডের ৮২৩ জনের মধ্যে এই চাল বিতরণ করা হয়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, ইউপি সদস্য নজরুল ইসলাম খান ও রমা রানী মন্ডল, ট্যাগ অফিসার পল্লী উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম সরদার, পিআইও এমদাদুল হক প্রমুখ। এ সময় ৮ মেট্রিক টন ২৩০ কেজি চাল বিতরণ করা হয়।
উপজেলায় ৩২,২২৬ জন দুস্থের মধ্যে এবার ঈদে ৩২২, ২৬০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়।