বটিয়াঘাটায় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ২০২২-০৮-২৬ - ১৬:২৬

বটিয়াঘাটা প্রতিনিধি: বটিয়াঘাটায় বে-সরকারী সংস্থা উত্তরনের আয়োজনে উপজেলা ভূমি কমিটির ত্রৈমাসিক সভা বৃহস্পতিবার বেলা ১১ টায় স্থানীয় উত্তরণের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা ভূমি কমিটির সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন’র সভাপতিত্বে ও (অবঃ) অধ্যাঃ এনায়েত আলী বিশ্বাস’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন , উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ ও সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বুলু রায় গাঙ্গুলী, সিনিয়র সাংবাদিক আব্দুল হামিদ, বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়, বীরমুক্তিযোদ্ধা মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা মসজিদ’র ইমাম মুক্তি আব্দুল হামিদ, এড. প্রশান্ত কুমার বিশ্বাস, সিপিবি নেতা অশোক সরকার, নারীনেত্রী আশালতা ঢালী। সভায় অনুষ্ঠানের শুরুতে উত্তরণের উপজেলা ম্যানেজার মোঃ মোখলেছুর রহমান বিগত সভায় ভূমিহীনদের ভূমি বন্দোবস্ত ও বন্টন প্রক্রিয়ায় সমস্যা এবং সমাধান কল্পে রেজুলেশন পাঠ করে শোনান । অপরদিকে উত্তরণের আয়োজনে গতকাল বৃহস্পতিবার বিকালে স্থানীয় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এর কার্যালয়ে মৎস্যজীবী সমিতির সাথে সাংবাদিকদের সমন্বয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে মৎস্যজীবীদের বিভিন্ন দাবি নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন প্রত্যাশা মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান শেখ । এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ, সহ-সভাপতি পরিতোষ কুমার রায়, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ মোস্তফা বেলাল, সাংবাদিক সুমন বিশ্বাস, সাংবাদিক পরাগ রায়, সাংবাদিক বিশ্বজিৎ মন্ডল, উপজেলা উত্তরণ ম্যানেজার মোঃ মোখলেছুর রহমান কামাল সহ মৎস্য সমিতির সদস্যবৃন্দ ও অন্যান্য সাংবাদিকবৃন্দ।