বটিয়াঘাটা প্রতিনিধি : ভোক্তা অধিকার দিবস পালন উপলক্ষে বটিয়াঘাটা উপজেলা প্রশাসন এর আয়োজনে রোববার বেলা ১১ টায় উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ রাশেদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল। অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন বটিয়াঘাটা ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, প্রাণী সম্পদ অফিসার বঙ্কিম চন্দ্র হালদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ণ চন্দ্র মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা মোনায়েম খান, সাংবাদিক এনায়েত আলী বিশ্বাস, ডাঃ আবু হোসেন, ইউপি চেয়ারম্যান শেখ হাদিউজ্জামান, ইউপি চেয়ারম্যান গোলাম হোসেন, নির্বাচন অফিসার আব্দুস সাত্তার, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হাবিবুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস সহ সাংবাদিকবৃন্দ, বিভিন্ন এনজিও কর্মকর্তা ও মানবাধিকার কর্মী হাফিজুর রহমান প্রমূখ।
সভাপতি তার বক্তৃতায় ভোক্তা অধিকার বিষয়ে জনগনকে আরও সচেতন হওয়ার আহবান জানান। এ ব্যাপারে তিনি সাংবাদিকদের আরও তৎপর হওয়ার অনুরোধ জানান।