বটিয়াঘাটায় ভোট গ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষন কর্মশালায় খুলনা জেলা প্রশাসক

প্রকাশঃ ২০১৮-১২-২২ - ২০:৪৩

ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা : খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেছেন প্রজাতন্ত্রের একজন কর্মী হিসেবে আমরা যারা এখন নির্বাচনের দায়িত্বে আছি,তারা সকলেই এখন নির্বাচন কমিশনের অধিনে নিয়োজিত আছি। মনে রাখতে হবে অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সকলকেই সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। সকল ভয়-ভীতির উর্দ্ধে থেকে কাজ করতে হবে। ভোটে সিকিউরিটি নিয়ে কোন দুঃশ্চিন্তার কারন নেই। তিনি শনিবার বেলা ১ টায় বটিয়াঘাটা অডিটরিয়মে নির্বাচন কমিশন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোট গ্রহন কর্মকর্তাগনের এক প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার এস,এম শফিউল্লাহ, সিঃ জেলা নির্বাচন কর্মকর্তা মাজাহারুল ইসলাম, বি, এল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর কে,এম আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (দাকোপ সার্কেল) আব্দুল্লাহ বিন কালাম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ দেলোয়ার হোসেন, থানার ওসি মোঃ মাহাবুবুর রহমান, হরিনটানা থানার ওসি মোঃ আশরাফ হোসেন, লবনচরা থানার ওসি মোঃ শফিক, ওসি(তদন্ত) সরদার ইব্রহীম হোসেন সোহেল ও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ। উপস্থিত ছিলেন প্রানী-সম্পদ কর্মকর্তা বঙ্কিম হালদার, কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, সাব-রেজিষ্টার সুব্রত কুমার সিংহ, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান,পরিসংখ্যান কর্মকর্তা গৌতম বিশ্বাস, পল্লী উন্নয়ন কর্মকর্তা সরদার রফিকুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার আব্দুল সত্তার, প্রবীর সেন, অধ্যাঃ সুজন বাছাড়, প্রধান শিক্ষক যথাক্রমে কাঞ্জিলাল মল্লিক, তপন কুমার বিশ্বাস, অন্নদা শংকর রায়, প্রবীর ঘোষ, আনন্দ মোহন বিশ্বা্স, সহকারী প্রধান শিক্ষক তৃপ্তি রানী বিশ্বাস সহ ভোট গ্রহন কার্যে নিয়োজিত বিভিন্ন প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাবৃন্দ।