বটিয়াঘাটায় মটরসাইকেল থেকে পড়ে মহিলার মৃত্যু

প্রকাশঃ ২০২১-০৫-২৩ - ১২:৪৮

বটিয়াঘাটা প্রতিনিধি : বাপের বাড়ীতে থাকা অবস্হায় বাসার কাজের ঝিঁকে মোটরসাইকেল যোগে তুলে আনতে গিয়ে স্পীড ব্রেকারের উপর ওভারটেক করতে গিয়ে অসতর্কতা অবস্হায় পড়ে গিয়ে মাথায় অতিরিক্ত রক্তক্ষরণে প্রাণ হারিয়েছে ঝিঁ সাধনা রায় (৪৫)।ঘটনাটি ঘটেছে শনিবার বিকাল ৫টার দিকে বটিয়াঘাটা উপজেলার ডাকবাংলোর সন্মূখে স্পীড ব্রেকারের উপর।স্হানীয়রা জানায়, উপজেলার গম্গারামপুর ইউনিয়নের কায়েমখোলা হুলা গ্রামের মৃতঃ সুশীল বালার স্বামী পরিত্যাক্তা কন্যা সাধনা রায়(৪৫) বিগত ১০/১২ ধরে মহানগরীর বানরগাতী এলাকার মৃতঃ হরিবর বিশ্বাসের পুত্র অবসরপ্রাপ্ত সিএসএস কর্মকর্তা প্রিয়তোষ বিশ্বাস (৬০) এর বাসায় গৃহকর্মীর কাজ করতো ও তার দুই সন্তানের দেখভালের কাজ করতো। গত দুইদিন পূর্বে সাধনা রায় ছুটি নিয়ে বাবার বাড়ীতে বেড়াতে আসতে চাইলে প্রিয়তোষ নিজেই তাঁর নিজ ব্যবহৃত মোটরসাইকেল যোগে সাধনার বাপের বাড়ীতে এগিয়ে দিয়ে যায়। শনিবার বেলা ১২ টার দিকে প্রিয়তোষ বিশ্বাস ওই একই মোটরসাইকেল যোগে গৃহকর্মী সাধনাকে এগিয়ে নিতে আসে। বেলা ৫ টার দিকে সাধনাকে নিয়ে অতি দ্রুতগতিতে রওনা দিয়ে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ডাকবাংলোর সন্মূখে স্পীড ব্রেকার পার হওয়ার সময় আকষ্মিকভাবে সাধনা রায় রাস্তার পিচের উপর পড়ে গিয়ে মাথায় প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়ে রক্তক্ষরণ ঘটে।স্হানীয়রা ছুঁটে এসে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।