ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা : সারা দেশের ন্যায় বটিয়াঘাটায় ৯৭ টি দুর্গা মন্দিরে সোমবার মহা ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ বড় ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গোৎসব । যা আগামী ১৫ অক্টোবর শুক্রবার মহা “বিজয়া”র মধ্য দিয়ে সম্পন্ন হবে । অন্যদিকে শারদীয় দুর্গোৎসবকে উৎসবে প্রাণবন্ত করতে বিভিন্ন পূজা উদযাপন কমিটি সপ্তাহব্যাপী নানা অনুষ্ঠানমালায় সাজিয়েছে বলে জানা যায় । অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে, আরতী-উলুধ্বনী-শঙ্খধ্বনী-নৃত্য প্রতিযোগীতা, যাদু প্রদর্শনী, পৌরানিক ধর্মীয় নাটক, আলোকসজ্জা ও মহাদশমীর বিজয়া উপলক্ষ্যে মেলা । পূজাকে ঘিরে আসন্ন সম্ভাব্য প্রার্থীরা পূজা মন্দির পরিদর্শন, কূশল বিনিময় ও অনুদান প্রদান করার সকল প্রস্তুতি গ্রহন করেছে বলে জানিয়েছে একটি সূত্র । অপরদিকে সরকারি স্বাস্থ্য বিধি মেনে উপজেলা প্রশাসনের সকল নির্দেশনা বাস্তবায়নে পূজা কমিটি গুলো বদ্ধপরিকর বলে জানিয়েছে, চক্রাখালী দক্ষিণপাড়া মল্লিকের মোড় সার্বজনীন দূর্গা পূজা কমিটির সভাপতি গৌর পদ মল্লিক । এব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ জালাল জানান, পূজায় আইন শৃংঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বদা সতর্ক রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে আনসার, পুলিশ, গোয়েন্দা পুলিশ র্যার ও সাদা পোশাকে বিভিন্ন বাহিনীর সদস্যরা একযোগে কাজ করবে বলে তিনি জানান । এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মমিনুর রহমান জানান, খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদার এর নির্দেশনা মোতাবেক আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি অপ্রীতিকর ঘটনা এড়াতে ভ্রাম্যমান আদালত পরিচালনার ব্যবস্থা ও রাখা হয়েছে । তিনি প্রত্যেক পূজা কমিটিকে স্বেচ্ছাসেবক দল গঠন করে সকলকে সহযোগিতার আহবান জানান।