বটিয়াঘাটা প্রতিনিধি: প্রধান মন্ত্রীর দপ্তরে তালিকাভূক্ত চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যুদের গ্রেফতার দাবীতে রবিবার বটিয়াঘাটায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ‘বটিয়াঘাটা পরিচ্ছন্ন’ কমিটির পক্ষে এলাকাবাসী বিক্ষোভ মিছিলে অংশ নেয়। বাজার চত্তর থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বাস স্টান্ড মোড়ে সড়ক অবরোধ করে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগ সম্পাদক ইমরান হোসেন ইমু, উপজেলা ছাত্র লীগ সম্পাদক অতনু মন্তল, সাবেক ইউপি সদস্য খোকন মন্ডল, নাজমুল হোসেন, সামাদ সেখ, নওশের গাজী, আবুল কালাম, মাসুম শেখ, নারায়ন মন্ডল, ইন্দ্রজিৎ রায় প্রমুখ। বক্তারা এসময় চিহ্নিত মাদক ব্যবসায়ী নজরুল ইসলামকে গ্রেফতারের দাবী জানায়। এক ঘন্টার অবরোধে সমস্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। বটিয়াঘাটা থানার ওসি মাহাবুবুর রহমান মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।