বটিয়াঘাটায় মাসিক আইন-শৃংঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ২০১৮-০১-০৮ - ১৮:৩৯

বটিয়াঘাটা প্রতিনিধিঃ বটিয়াঘাটা উপজেলা মাসিক আইন-শৃংঙ্খলা কমিটির এক সভা সোমবার সকাল ১০টায় স্থানীয় সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, অধ্যক্ষ অমিতেষ দাশ, স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রাম চন্দ্র সাহা, সমাজসেবা কর্মকর্তা অমিত কুমার সমাদ্দার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান, মহিলা বিষয়ক কর্তকর্তা বিপাশা দেবী তনু, আনসার ভিডিপি কর্মকর্তা আঃ রউফ, অধ্যক্ষ বোরহান উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেন, আ’লীগনেতা দেবপ্রসাদ বিশ্বাস, অধ্যাঃ মনোরঞ্জন মন্ডল, মোশারেফ হোসেন মুসা, হরিনটানা থানার প্রতিনিধি এসআই নাসির উদ্দিন, লবণচরা থানার প্রতিনিধি এসআই মাহাবুব প্রমূখ। সভায় উপজেলার সার্বিক আইন-শৃংঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।