বটিয়াঘাটা প্রতিনিধিঃ বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে গিয়ে লাশ হয়ে বাড়িতে ফিরলো এসএসসি পরীক্ষার্থী সৌরভ চন্দ্র চন্দ(১৮)। সে বটিয়াঘাটা বাজার সদরের শুভ জুয়েলার্সের দুলাল চন্দ এর পুত্র। ঘটনাটি ঘটেছে, শনিবার বেলা দেড়টার দিকে উপজেলার কিস্মত ফুলতলা কাঁটাখালী গেট সংলগ্ন এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জুয়েলার্সকর্মী শুভ দত্ত(২৬) শনিবার সোয়া ১টার দিকে একটি লাল রঙের এ্যাপাচি আরটিআর ১৫০ সিসির ডাবল ডিক্সের মোটরসাইকেল যোগে সৌরভ চন্দকে সাথে নিয়ে হেঃকোঃপাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছায়। শুভ সেখান থেকে তার আপন মাস্ততো ভাই অপর এসএসসি পরীক্ষার্থী জয় দত্তের পরীক্ষা শেষ হলে তাকে সহ তার এক বান্ধবীকে মোটরসাইকেলে তুলে কাঁটাখালী কদততলা মোড় নামক স্থানে পৌঁছায়। সহপাঠী বান্ধবীকে সেখানেই তারা নামিয়ে দিয়ে জয়, শুভ ও সৌরভ অতিদ্রুত গতিতে মোটরসাইকেলে রেচিং ঢেউ খেলতে খেলতে কাঁটাখালী গেট অতিক্রম করে গাড়ীটির নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। গাড়ীর গতি মাত্রাতিরিক্ত থাকায় তারা ডিগবাজি খেয়ে ছিটকে পড়ে গাছের সাথে বাড়ি খায়। মূমূর্ষ অবস্থায় তাদেরকে এলাকাবাসী উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে সৌরভ ও শুভকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। চিকিৎসাধীন থাকা অবস্থায় মাত্র ১ঘন্টার মধ্যেই সৌরভ না ফেরার দেশে পাড়ি জমায়। অপরদিকে শুভ দত্তের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। নীলাফোলা জখম অবস্থায় জয় দত্ত প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে যায়। সৌরভ গত বছর এসএসসি পরীক্ষায় অংক বিষয়ে ফেল করায় এবার তার ওই বিষয়ের উপর পরীক্ষা দেওয়ার কথা ছিলো। সৌরভের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গোটা বাজার উপজেলা সদরের সকল মানুষের মাঝে এক শোকের ছাঁয়া নেমে আসে। সৌরভ যে আর কখনো কোনো দিন ফিরে আসবে না, বন্ধুদের সাথে বেড়াতে যাওয়ার নাম করে বাবা-মার কাছে অযৌক্তিক দাবী রাখবে না, আগামী শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া অংক পরীক্ষা দেওয়া আর হলো না এ প্রলাপ বকেই তার মা-বাবা বারবার মূর্ছা যাচ্ছিলো।