ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা : ৪ জেলার বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য বিভাগ করোনা ভাইরাস প্রতিরোধ করতে সংক্রমিত রোগীর সেবা দিতে ১০ শয্যা বিশিষ্ট আইসোলেশন বেড প্রস্তুত করেছে । রবিবার থেকে নার্গিস বেগম (৪২) নামের এক সংক্রমিত রোগীকে হাসপাতালের নিজস্ব অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় । পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় । স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ২০২০ থেকে ৪ জুলাই ২০২১ পর্যন্ত এ উপজেলায় সর্বমোট ১০৯২ জনকে করোনা ভাইরাস শনাক্তকরণ পরীক্ষা করা হয়।এদের মধ্যে ২৫৫ জনের দেহে করোনা পজেটিভ সনাক্ত হয় । তাঁদের মধ্যে সনাক্ত হওয়া ১০৪ জনকে আইসোলেশনে নেওয়া হয়। বর্তমানে সুস্থ্য হয়েছে ১৪৪ জন। মৃত্যু বরন করেছ ৭ জন । নতুন করে গত ২৪ ঘন্টায় ২৫ জনকে করোনা পরীক্ষা করে ৭ জন দেহে করোনা পজেটিভ সনাক্ত হয়েছে । সব মিলিয়ে এ উপজেলায় গত এক মাসে দিনে দিনে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে । এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান এ প্রতিবেদককে জানান, আমাদের অক্সিজেন ব্যাংক হবার কথা ছিল । কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে এখনও অক্সিজেন ব্যাংক প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি । তবুও স্বাস্থ্য কমপ্লেক্সের সামর্থ্য অনুযায়ী গতকাল রবিবার থেকে নিজস্ব অক্সিজেন সিলিন্ডারে মাধ্যমে ১০ শয্যা বিশিষ্ট আইসোলেশন বেড প্রস্তুুত করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে । তিনি আরো বলেন, কমপ্লেক্সটি ৫০ শয্যা বিশিষ্ট হলেও তা নেই, ডাক্তার ১০ জনের স্থলে রয়েছে ৭ জন এবং নার্স ৩৬ জনের মধ্যে রয়েছে ১৪ জন । তার পরও আমাদের সাধ্যতম রোগীদের সেবা দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি । এব্যাপারে উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় রোগীদের সেবা দেয়ার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ শয্যা বিশিষ্ট আইসোলেশন বেড চালু করা হয়েছে। ভাইরাস সংক্রমণ কমাতে জনসচেতনতা গড়ে তুলতে সরকারি স্বাস্থ্য বিধি মানাতে মাইকিং, লিফলেট বিতরণ, বিনামূল্যে মাস্ক ও খাদ্য সামগ্রী বিতরণ এবং শার্টডাউন বাস্তবায়নে জনগুরুত্বপূর্ণ রোডে চেকপোস্ট বসিয়ে গাড়ী ও চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় অব্যাহত রয়েছে।