বটিয়াঘাটায় রাস্তার ইট উঠিয়ে প্রাচীর নির্মাণের অভিযোগ

প্রকাশঃ ২০২০-০৩-০৮ - ১৯:৪৩

বটিয়াঘাটা প্রতিনিধিঃ বটিয়াঘাটায় নব জলমার সরকারি রাস্তায় ইট সোলিং এর ইট উঠিয়ে পাকা প্রাচীর নির্মাণ কাজ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম বন্ধ করে দিলেও সে আদেশের প্রতি বৃদ্ধাআঙ্গুলী দেখিয়ে পুনঃরায় কাজ চালিয়ে যাচ্ছে ভূমিদস্যুরা। এলাকাবাসী জানায়, বটিয়াঘাটা উপজেলার চক্রাখালী থেকে গজালমারী গ্রামের সংযোগস্থল নব জলমা এলাকার সর্বসাধারণের চলাচলের একমাত্র রাস্তার ইটের সোলিং। উক্ত রাস্তাটির ইট উঠিয়ে পাকা প্রাচীর নির্মাণ করার মাধ্যমে সরকারী রাস্তার জমি দখল করার অপ তৎপরতা চালিয়ে যাচ্ছে একদল সংঘবদ্ধ ভূমিদস্যুচক্র। এ বিষয় সচেতন এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম, সহকারি কমিশনার ভূমি মোঃ রাশেদুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল ও থানার ওসি মোঃ রবিউল কবির ঘটনা স্থল পরিদর্শন করে ভূমি ব্যাবসায়ী সুবীর বিশ্বাসের ব্যাবহরিত মোটর সাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় অপর ব্যাবসায়ী আলিম ও জাহাঙ্গীর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ বিষয়ে ২৬ জানুয়ারি বেলা ২ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সব পক্ষের উপস্থিতিতে প্রচীর নির্মানের সকল কার্যক্রম বন্দ রাখার নির্দেশ প্রদান করেন। কিন্তু উক্ত চক্রটি সে আদেশের প্রতি ভ্রুক্ষেপ না করে তারা পুনরায় অজ্ঞাত খুিুঁটর জোরে প্রাচীর নির্মাণ কয়েকদিন পর থেকে বন্ধ কাজ আবার শুরু করেছে। বিগত ১৫ থেকে ২০বছর যাবত জলমা কচুবুনিয়া গ্রামের কাজীবাছা নদীর ভাঙ্গনে গৃহ হারা পরিবার গুলো পাউবোর ভেড়ী বাঁধের ওপর ঝুপড়ী ঘর বেধে বা নির্মান করে শান্তীপূর্ন বসবাস করে আসছে। উক্ত পরিবার গুলো অন্য কোথাও মাথা গোজার ঠাই না পেয়ে বৃদ্ধ মাতা পিতা স্ত্রী পুত্র কন্যা সহ পরিবারের লোকজন নিয়ে কোন মতে জীবন জীবিকা নির্বাহ সহ বসবাস করে আসছে। ভুক্তভোগী ঐ পরিবার গুলি সহ এলাকাবাসী উক্ত রাস্তা দিয়ে যাতায়াত করে আসছে। অন্যদিকে চিহ্নিত কতিপয় ভূমিদস্যু ও অসত কিছু জমি ব্যাবসায়ী সমি¥লিত হয়ে রাস্তাটি থেকে সরকারি ইট উঠিয়ে ফেলে রাস্তার জাইগা জমি জবর দখলের অপতৎপরতায় লিপ্ত রয়েছে। নাম প্রকাশ না করার সর্তে এক জন ভূমি ব্যবসায়ী বলেন প্রশাসনের কর্তা ব্যক্তিদের লক্ষ লক্ষ টাকা দিয়ে ম্যানেজকরে আমরা প্রচীর নির্মান করছি । প্রয়োজনে আরো টাকা দেব তবুও প্রাচীর নির্মান করবোই। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদুজ্জামান বলেন, রাস্তার জায়গা ছাড়াও স্লোভে ১৫ থেকে ২০ ফুট জায়গা সরকারী একোয়ার ভূক্ত রছেছে। উক্ত একোয়ারকৃত জায়গা দখল করার কোন সুযোগ নেই। এ বিষয়ে জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি কে এলাকাবাসী মৌখিকভাবে জানালে তিনি তাৎক্ষনিক উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের অবিলম্বে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার নির্দেশ দেন।