বটিয়াঘাটা প্রতিনিধি: বটিয়াঘাটায় রূপান্তরের উদ্যোগে করোনা মহামারিতে ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠির জন্য পুনর্বাসন উদ্যোগ’র আওতায় উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠান সোমবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম’র সভাপতিত্বে স্থানীয় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যানদ্বয় নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, রুপান্তরের প্রোগ্রাম ডিরেক্টর ও খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফারুক আহমেদ, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, নাগরিক নেতা প্রহ্লাদ জোয়াদ্দার, নারী নেত্রী প্রতিভা বিশ্বাস, ইন্টার কো-অর্ডিনেটর মোঃ মোস্তাফিজুর রহমান, প্রোগ্রাম কো-অর্ডিনেটর অসীম আনন্দ দাশ, ডিস্টিক্ট কো-অর্ডিনেটর জার্জিস উল্লাহ, মনিটরিং কো-অর্ডিনেটর সৈয়দা সুবহা, তথ্য অফিসার শেখ আব্দুল হালিম, ফিল্ড অফিসার আকাশ সাহা, রাজিব হাসান, টুকু রাণী বিশ্বাস, নমিতা মল্লিক, বাণী সাহা, গোলাম মোস্তফা, মোশাররফ আলী সোহেল, সুব্রত দত্ত, দীপংকর মন্ডল, শান্তনু মন্ডল, আজিজুল হক প্রমূখ। মেলায় কুটির ও ক্ষুদ্র শিল্পের প্রায় ২১ টি স্টলের গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যের বিভিন্ন পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়।