বটিয়াঘাটা প্রতিনিধি : কৃষকের অংশগ্রহণে এলাকা উপযোগী আমন ধানের জাত নির্বাচনে বটিয়াঘাটায় অনুষ্ঠিত হলো কৃষক মাঠ দিবস। মিজরিওর-জার্মানীর সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা লোকজ এর আয়োজনে ২৯ নভেম্বর ২০১৮ গঙ্গারামপুর স্টার ইউনিট ক্লাব মাঠে কৃষক মাঠ দিবসের আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোরঞ্জন মণ্ডল ও বটিয়াঘাটা উপজেলা কুষি সম্প্রসারণ অফিসার ইনসাদ ইবনে আমিন। বটিয়াঘাটা উপজেলা লোকজ মৈত্রী কৃষক ফেডারেশনের সভাপতি রবীন্দ্রনাথ মণ্ডলের সভাপতিত্বে এবং লোকজ এর নির্বাহী পরিচালক দেব প্রসাদ সরকারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন পঞ্চগড়ের অ্যারো ফার্মের বৈজ্ঞানিক কর্মকর্তা রেজাউল করিম, উপসহকারী কৃষি অফিসার সরদার আব্দুল মান্নান, ইউপি সদস্য নীহার রঞ্জন সরকার, সুশীল কুমার রায়, নিকুঞ্জ বিহারী সরকার, মুনসুর আলী শেখ, আশালতা ঢালী, সাংবাদিক রিংটন মণ্ডল, লোকজের সমš^য়কারী পলাশ দাশ, লোকজ মৈত্রী কৃষক ফেডারেশনের সাধারণ সম্পাদক কাকন মল্লিক, কবিরাজ আউয়ুব আলী, দেব কুমার রায়, আরুণী সরকার, বাসুদেব মন্ডল, পূর্বাণী মণ্ডল, হাসান সরদার প্রমুখঃ। মাঠ দিবসের কর্মসূচিতে বটিয়াঘাটা সদর, গঙ্গারামপুর, সুরখালী ও ভান্ডারকোট ইউনিয়নের ২৫টি কৃষক সংগঠনের শতাধীক কৃষক অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীরা আমন ধানের জাত নির্বাচন, সংরক্ষণ ও সম্প্রসারণে ৯৫ প্রজাতির স্থানীয় প্রজাতির ধানের পিভিএস প্লট পরিদর্শন করে র্যাংকিং এর মাধ্যমে বিভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন এলাকা উপযোগী জাত নির্বাচন করেন। পরিদর্শনকালে ব্রীডার কৃষক আরুনী সরকার তার উদ্ভাবিত ১০ প্রজাতির এফ-৮ পর্যায়ের ধানের বর্তমান অবস্থান সম্পর্কে ধারণা প্রদান করেন। স্থানীয় ধান বীজ বিতরণের মাধ্যমে সংরক্ষিত ৯৫ প্রজাতির ধান সম্প্রসারণে ভূমিকা রাখায় স্থানীয় কৃষক ও অতিথিরা লোকজ’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।