বিজ্ঞপ্তি : “সময় এখন নারীর: উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্ম জীবন ধারা” শ্লোগানকে সামনে রেখে শতাধিক নারী পুরুষের অংশগ্রহনে নারী দিবস-১৮ অনুষ্ঠিত হয়।
৮ই মার্চ ২০১৮ তারিখ উপজেলার বয়ারভাঙ্গা কৃষ্ণ মন্দির প্রাঙ্গনে শতাধিক নারী-পুরুষের উপস্থিতিতে ভাই-বোন কৃষক সংগঠন ও উন্নয়ন সংগঠন লোকজ এর আয়োজনে অনুষ্ঠিত হয় শোভাযাত্রা ও আলোচনা সভা। অনুষ্ঠিত আলোচনা সভায় বয়ারভাঙ্গা “ভাই-বোন কৃষক সংগঠন” এর সভাপতি আশালতা ঢালী এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিক্ষক সমরেন্দ্র নাথ ঢালী। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নিরাঞ্জন শিকদার, জাতীয় পুরষ্কার প্রাপ্ত নারী নাজনীন আক্তার নীপা, অম্লান কুমার কার্ত্তিক, কবিরাজ মো: আইয়ুব আলী।
লোকজ এর নির্বাহী পরিচালক দেব প্রসাদ সরকার এর স্বাগত বক্তব্যের পর অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন গঙ্গারামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নিরাঞ্জন শিকদার, কবিরাজ মো: আইয়ুব আলী, নাজনীন আক্তার নীপা, সমাজ সেবক অম্লান কুমার কার্ত্তিক, শিক্ষক সমরেন্দ্র নাথ ঢালী, সভাপতি আশালতা ঢালী। এছাড়াও অংশগ্রহনকারীর মধ্যে বক্তব্য রাখেন যশোদা বরকন্দাজ, পিংকি বিশ^াস, সুমা বিশ^াস, অসীমা ম-ল, বৈশাখী সরকার প্রমুখ। অনুষ্ঠানে নারী- পুরুষ বৈষম্য, নারী অধিকার, নারী উত্তরাধিকারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।