বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি : উপজেলার সুরখালী ইউনিয়নের বারভূঁইয়া গ্রামে দ্বিতীয় শ্রেণির স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামী আলামীন চৌধুরীকে বুধবার ভোর চারটায় পুলিশ গ্রেফতার করেছে। সে যশোর জেলার গাইটগাতী গ্রামে এক আত্মীয়ের বাড়ি লুকিয়ে ছিল। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শেখ আহমেদ কবীর বলেন, আলআমীনের বাড়ী বটিয়াঘাটার সুরখালী ইউনিয়নের সাপা গ্রামে। পিতার নাম মোছেন চৌধুরী। গত ২০ নভেম্বর বিকেলে বারভূঁইয়া সরকারী প্রথমিক বিদ্যালয়ের ওই শিশু রাস্তার পাশে পোষা ছাগল আনার উদ্দেশ্যে গেলে আলামীন তার মূখ চেপে ধরে ঝোপের মধ্যে ধর্ষণ করে। তাকে অসুস্থ্য অবস্থায় থানায় নিয়ে এলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তী করা হয়। এ ব্যপারে ওই শিশুর পিতা বাদী হয়ে থানায় গত ২৫ নভেম্বর মামলা করেন যার নম্বর ১৩।