বটিয়াঘাটা প্রতিনিধি : করোনা ভাইরাস মোকাবেলায় চলমান লকডাউনের ভিতরে পড়েছে সারা দেশের সনাতন ধর্মাবলম্বীদের ন্যায় বটিয়াঘাটার সনাতনীদের দ্বিতীয় বৃহত্তম উৎসব শ্রী শ্রী বাসন্তী দূর্গা পুজা। তাই কোন ঘটা নয়,শুধু মাত্র সরকারি স্বাস্থ্য বিধি মেনে মাস্ক পরে সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব বাসন্তি পূজা অনুষ্ঠিত হচ্ছে। রবিবার মহাষষ্ঠীর মাধ্যমেই এ পু্ঁজা শুরু হয়েছে । আগামী বৃহস্পতিবার মহা বিজয়ার মধ্যে দিয়ে তা শেষ হবে । বসন্ত কালে এ দেবির পূঁজা হয় বলে একে বাসন্তি পূঁজা বলা হয় । আবার এ দেবিকে কালের দেবিও বলা হয় । এ উপজেলায় ব্যক্তিগত উদ্যোগে ও সার্বজনীন সব মিলিয়ে প্রায় অর্ধশতাধিক মন্দিরে বাসন্তি পূঁজা অনুষ্ঠিত হচ্ছে বলে জানা যায় । উপজেলার জলমা, চক্রাখালী, গঁজালমারী, ছঁয়ঘরিয়া,হেতালবুনিয়া, বয়ারভাঙ্গা,ঢেউয়াতলা গঙ্গারামপুর ,গুপ্তমারী,ফুলতলা,বাদামতলা হাটবাটি সহ বিভিন্ন এলাকার পূঁজা মন্ডপে মন্ডপে বাসন্তি পূজা অনুষ্ঠিত হচ্ছে । মহামারী করোনা ভাইরাস আনুষ্ঠানিক সকল আনন্দ শেষ করে দিলেও সনাতন ধর্মাবলম্বীদের পূঁজায় মনের আনন্দের কোন কমতি নেই । সরকারি স্বাস্থ্য বিধি মেনে মাস্ক পরে ৫ দিনব্যাপী বাসন্তি পূজা অনুষ্ঠিত হচ্ছে । এব্যাপারে উপজেলা আইন – শৃঙ্খলা কমিটির সভাপতি ও নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম জানান, করোনা ভাইরাস যেহেতু মহামারী আকার ধারন করেছে, সেহেতু কালচারাল সকল প্রোগ্ৰাম বাদ দিয়ে সরকারি স্বাস্থ্য বিধি মেনে মাস্ক ব্যবহার করে সিমিত সংখ্যক মানুষ মন্ডপে প্রবেশ করে পূঁজা সম্পন্ন করতে হবে । আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে নিজেদের স্বেচ্ছাসেবক টিম দিয়ে মন্দিরের স্বাস্হ্য বিধি সুরক্ষা করতে হবে । তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন ।