বটিয়াঘাটা প্রতিনিধিঃ বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে “সৃজনে উন্নয়নে বাংলাদেশ” শীর্ষক মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মঙ্গলবার দিনব্যাপী স্থানীয় পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়। সরকারের উন্নয়ন কর্মকান্ড ও প্রধানমন্ত্রীর ব্রান্ডিং-এর বিষয় সমূহ জনসাধরনের মাঝে অবহিতকরন এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে মন্ত্রী পরিষদ বিভাগের দিক নিদের্শনায় স্থানীয় উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উক্ত মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী । প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান বুলু রায় গাঙ্গুলী, ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, সহকারী কমিশনার(ভূমি) মোঃ দেলোয়ার হোসেন, ওসি মোঃ মাহবুবুর রহমান ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ। উপস্থিত ছিলেন স্বাস্থ্য কর্মকর্তা রাম চন্দ্র সাহা, সিঃ মৎস্য কর্মকর্তা মনিরুল মামুন, কৃষি কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, উপজেলা সাধারন সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, বীরমুক্তিযোদ্ধা শেখ আফজাল হোসেন, বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন রায়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল, পল্লীউন্নয়ন কর্মকর্তা সরদার রফিকুল ইসলাম, যুবউন্নয়ন কর্মকর্তা মোনায়েম খান, পরিসংখ্যান কর্মকর্তা গৌতম বিশ্বাস, জনস্বাস্থ্য প্রকৌশলী বিপ্রকাশ ঢালী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরীফ মোঃ রুবেল, আ’লীগনেতা দিলীপ হালদার, পল্লীবিদ্যুতের ইনচার্জ মোঃ শওকত আলী, প্রধান শিক্ষক আনন্দ মোহন বিশ্বাস, সাংবাদিক মনিরুজ্জামান, সাংবাদিক এড. প্রশান্ত বিশ্বাস, সাংবাদিক শাহীন বিশ্বাস, সাংবাদিক মহিদুল ইসলাম শাহীন, সাংবাদিক গাজী তরিকুল, সাংবাদিক শাওন হাওলাদার, শিক্ষক সমিতির সভাপতি সমীর রায়, সাধারন সম্পাদক ধীমান মন্ডল, দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক মোল্লা মুসা, আ’লীগনেতা মানস পাল, রাসেল কবীর, বিএম মাসুদ রানা, জাকির হোসেন লিটু, তুহিন রায়, মোস্তাফিজুর রহমান, শিউলী মিস্ত্রী, অর্পনা রায়, গীতা গোলদার, বিউটি, সুইটি প্রমূখ। র্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে। মেলায় ২০টি স্টল প্রদর্শিত হয় এবং সন্ধ্যায় বেতার ও টেলিভিশনের শিল্পীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।