বটিয়াঘাটা প্রতিনিধিঃ অসুস্থ্য মায়ের চিকিৎসা শেষে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়ে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে নিজকর্মস্থলে যাওয়ার পথে নিজেই লাশ হয়ে ফিরলেন খুলনা জেলার দাকোপ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাছুম বিল্লাহ(৪২)। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে বটিয়াঘাটা উপজেলার সাচিবুনিয়া বিশ্বরোড চৌরাস্তা মোড় নামক স্থানে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, জেলার দাকোপ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাছুম বিল্লাহ তার মা অসুস্থ্য থাকায় তাকে গত কয়েকদিন পূর্বে মহানগরীর ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করে। অসুস্থ্য মাকে সুস্থ্য করে তার গ্রামের বাড়ি পিরোজপুরে পাঠিয়ে দেওয়ার উদ্দেশ্যে একটি ভাড়া করা প্রাইভেটকার যোগে রওনা দিয়ে উপজেলার সাচিবুনিয়া বিশ্বরোড মোড় এলাকায় পৌঁছায়। শিক্ষা কর্মকর্তা মাছুম বিল্লাহ মাকে বিদায় দিয়ে নিজ কর্মস্থল দাকোপ উপজেলায় আইল্যান্ডের উপর গিয়ে দাঁড়ায়। এ সময় জিরোপয়েন্ট থেকে লবণচরাগামী একটি বালুবহনকারী দ্রুতগামী ডাম্পার টাটা গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে আইল্যান্ডের উপরে দাঁড়িয়ে থাকা শিক্ষা কর্মকর্তাকে স্বজোরে চাঁপা দেয়। প্রাকৃতিক দূর্যোগ বর্ষা থাকায় ওই সময় লোকজন না থাকার কারনে ঘাতক ডাম্পার চালক গাড়ীটি চালিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে লবণচরা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে হাজির হয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। দূর্ঘটনায় নিহতের পরিচয় সনাক্ত হওয়ার পর খবর পেয়ে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ ইউসুব আলী, দাকোপ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমেন্দ্রনাথ পোদ্দার, দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, বটিয়াঘাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, খুলনা বিভাগের সকল প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ লবণচরা থানা এলাকায় ছুঁটে যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘাতক ডাম্পার ট্রাক ও চালককে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং ভবিষ্যতে আর যেনো কোনো মায়ের কোল খালি না হয় কিংবা পঙ্গুত্ব না করে তার জন্য কেএমপির সার্ব্বক্ষনিক ট্রাফিক ব্যবস্থা চালু থাকে তার জোরদাবী জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী ও উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ প্রমূখ।