বটিয়াঘাটা প্রতিনিধি : একাত্তরের রনাঙ্গনের বীরমুক্তিযোদ্ধা রুপালী ব্যাংকের অবঃএসপিও কার্তিক বিশ্বাস (৬৬) আর নেই।তিনি আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দাকোপ পৌরসভা নির্বাচনে নৌকা প্রতিক প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা শেষে ফিরে আসার পথে বটিয়াঘাটার গাঁগড়ামারি মৃত্তিকা লবনাক্ততা কেন্দ্রে র সামনে চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে আকষ্মিক মৃত্যুবরণ করেন। সহ যাত্রীরা ছুঁটে এসে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, একপুত্র সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এদিকে তার মৃত্যুর খবর শুনে অধ্যক্ষ অমিতেষ দাশ,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বিনয় সরকার,বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন রায়,বীরমুক্তিযোদ্ধা অরবিন্দু বিশ্বাস,হুইপ তনয় সহকারী শিক্ষক পল্লব বিশ্বাস রিটু, সহকারী শিক্ষক ধীমান মন্ডল, সহকারী শিক্ষক মলয় রায়,সহকারী শিক্ষক লিটন মন্ডল, খুবির ভিসির পিএ অমিতাভ মিস্ত্রি, সেকশন অফিসার আজিজুর রহমান সহ শত শত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ হাসপাতাল চত্বরে ছুঁটে আসেন। এ সময় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা ঘটে।রাতেই তাঁর মরদেহ গ্রামের বাড়ি উপজেলার ছয়ঘরিয়া গ্রামে নিয়ে যাওয়া হয়। শনিবার সকালে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর অন্তেষ্টিক্রিয়া ছয়ঘরিয়া মহাশ্মশান ঘাটে অনুষ্ঠিত হবে।