বটিয়াঘাটা প্রতিনিধি : খুলনা র্যাব-৬ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে বটিয়াঘাটা হাট থেকে ৫০ কেজি সুন্ধি কচ্ছপসহ ২ ব্যবসায়ীকে আটক করে। তাদের নিকট থেকে উদ্ধারকৃত কচ্ছপের মূল্য প্রায় ৩০ হাজার টাকা। বটিয়াঘাটা হাটে কচ্ছপ বিক্রি হচ্ছে এমন সংবাদ সোর্সের মাধ্যমে পেয়ে র্যাবের একটি চৌকস দল দুপুর ১টা ২০ মিনিটের দিকে বন্যপ্রাণী পাচারকারী চক্রের বিরুদ্ধে অভিযান চালায়। এসময় উপজেলার হাটবাটী গ্রামের মাছ ব্যবসায়ী রামপ্রসাদ রায় (৫৫) ও কিসমত ফুলতলা গ্রামের মুরগী ব্যবসায়ী রঞ্জন বৈরাগী (৪০) আটক হয়। র্যাব-৬ এর এএসপি বজলুর রশিদ বলেন, তার নেতৃত্বে বটিয়াঘাটা বাজারে অভিযান চালিয়ে অর্ধশতাধিক বিভিন্ন প্রাজাতির কচ্ছপ ছানা উদ্ধার করা হয়। এ সময় ২ পাচারকারী হাতে নাতে আটক হয়। তিনি আরও জানান, উদ্ধারকৃত কচ্ছপগুলো বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে হস্তান্তর করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যপারে স্থানীয় মৎস্য ব্যবসায়ীদের অনেকেই বলেন, বরিশাল এলাকা থেকে প্রায়ই কচ্ছপ বিক্রির জন্য বটিয়াঘাটা বাজারে নিয়ে আসে। এসব ব্যবসায়ীরা তাদের নিকট থেকে ক্রয় করে এবং বটিয়াঘাটা হাটসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকে।