ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা : বটিয়াঘাটা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৩৫ তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। উপজেলা বিআরডিবি হলে ইউসিসিএ লিঃ এর চেয়ারম্যান এসএম ফরিদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি মোঃ আব্দুল হাই সিদ্দিকী,ভাইস চেয়ারম্যান নিতাই চন্দ্র গাইন ও চঞ্চলা মন্ডল, ইউপি চেয়ারম্যান শেখ হাদি – উজ-জামান হাদী, ইউপি চেয়ারম্যান গোলাম হাসান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ ও জনস্বাস্থ্য প্রকৌশলী হাসিবুর রহমান। বিআরডিবির ইরেসপো ম্যানেজার শরিফুল ইসলামের পরিচালনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ মোঃ ওয়াহেদুর রহমান, সহকারী পল্লী উন্নয়ন অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, ইউসিসিএ লিঃ এর সাবেক চেয়ারম্যান প্রবীর ঘোষ, আহম্মদ আলী শেখ, বর্তমান ভাইস-চেয়ারম্যান বিউটি পাল, পরিচালক যথাক্রমে সুনীল বৈরাগী, প্রশান্ত কুমার বিশ্বাস, জগত আলী মোড়ল, গোপাল মন্ডল,ব্রজেন্দ্রনাথ হালদার, সরকার মনোনীত পরিচালক আজিজুর রহমান, সমবায়ী স্বপন ফৌজদার, বিমান কৃষ্ণ বিশ্বাস, আঃ হালিম শেখ, পরিতোষ দেওয়ান, অহিদুজ্জামান সরদার, কার্তিক মন্ডল, গৌরপদ মন্ডল, শুকলা গোলদার, সবিতা মন্ডল, মহিত্রা মল্লিক প্রমূখ। সভায় বক্তারা উপজেলার প্রতিটি গ্রামে প্রান্তিক কৃষক ও জনগোষ্টিকে সমবায়ের সাথে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় ভূমিকা রাখতে কেন্দ্রীয় সমবায় সমিতির নেতৃবৃন্দকে আহবান করেন। একই সাথে কেন্দ্রীয় সমবায় সমিতির বর্তমান কর্মকান্ডের প্রশংসা করেন। প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য প্রয়োজনীয় সহায়তার আশ্বাস প্রদান করেন।