বটিয়াঘাটা প্রতিনিধিঃ বটিয়াঘাটা উপজেলার আগামী ৩১ মার্চ ৪র্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে স্ব-স্ব পদে প্রার্থীগন মনোনয়ন ফরম ক্রয় করেছে। নির্বাচন কমিশন এর নির্দেশ মোতাবেক আগামী ৪ মার্চ ৪র্থ ধাপের সম্ভব্য প্রার্থীগন তাদের মনোনয়ন ফরম দাখিল করবেন বলে জানা গেছে একটি সূত্রে। এ উপজেলায় চেয়ারম্যান পদে ক্ষমতাশীন দল আওয়ামীলীগের দলীয় মনোনয়ন চুড়ান্ত না হওয়ায়, উক্ত পদে এখন ও পর্যন্ত কোন প্রার্থী মনোনয়ন ফরম ক্রয় করেনি বলে জানিয়েছে উপজেলা নির্বাচন অফিস। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিভিন্ন পদে মোট ১০ জন প্রার্থী তাদের মনোনয়ন ফরম ক্রয় করেছে। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রীলীগের সাবেক সহ-সংগঠনিক সম্পাদক উদীয়মান তরুন আওয়ামীলীগ নেতা তুহিন রায়, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক চয়ন বিশ্বাস, মহানগর যুবলীগ নেতা ও জিরোপয়েন্ট দোকান মালিক সমিতির সভাপতি মোঃ ইকরাম শেখ, জেলা যুবলীগ নেতা মোঃ রাসেল কবির ও বর্তমান ভাইস চেয়ারম্যান (সিপিবি) নেতা নিতাই গাইন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম ক্রয় করেছেন তারা হলেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান বুলু রায় গাঙ্গুলী, মহিলা আওয়ামীলীগ নেত্রী রেহানা আফরোজা সোভা, উপজেলা আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক চঞ্চলা মন্ডল, ভাবি রিজিয়া বেগম ও ননদ মিসেস ইলোরা হাদী, উপজেলা পরিষদ নির্বাচনে যতই এগিয়ে আসছে প্রার্থীরা ততই ব্যাস্ত সময় পার করছেন। প্রার্থীরা স্ব-স্ব দলীয় অনুসারী ও সর্মথকদের নিয়ে সভা সেমিনার ও গন সংযোগের পাশাপাশি মনোনয়ন ফরম জমা দিতে নেতা কর্মীদের সাথে আসার জন্য অনুরোধ জানাচ্ছে। এ ব্যাপারে উপজেলা জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল সত্তার এর কাছে জানতে চাইলে তিনি জানান, এ পর্যন্ত ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র ক্রয় করেছেন। তবে সকলের সহযোগীতা পেলে একটি উৎসব মুখর নির্বাচন উপহার দিব।