বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

প্রকাশঃ ২০২১-১০-০৪ - ১৯:৫৬

বটিয়াঘাটা প্রতিনিধি : শারদীয়া দুর্গোৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন্যের লক্ষ্যে বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার বেলা সাড়ে তিনটায় স্হানীয় পরিষদ অডিটোরিয়ামে এক প্রস্তুতিমূলক সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মমিনুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। হিন্দু- বৌদ্ধ- খ্রীষ্টান ঐক্য পরিষদ এর সভাপতি অধ্যাঃ মনোরন্জন মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান, সহকারী কমিশনার (ভূমি)আব্দুল হাই সিদ্দিকী, ভাইস চেয়ারম্যানদ্বয় নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, বটিয়াঘাটা থানার ওসি মোহাম্মদ শাহ্ জালাল, লবনচরা থানার ওসি সমীর কুমার সাধু, হরিণটানা থানার প্রতিনিধি এসআই দৈপায়ন। বক্তৃতা করেন ও উপস্হিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রতাপ ঘোষ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এমদাদ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়, যুব উন্নয়ন কর্মকর্তা মোনায়েম খান, জনস্বাস্থ্য প্রকৌশলী হাসিবুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুবকর সিদ্দিক, আইসিটি কর্মকর্তা সুমন হাসান, , ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আশিকুজ্জামান আশিক, ইউপি চেয়ারম্যান আঃ হাদী সরদার, ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন বাবু, প্রাথমিক শিক্ষক সমির মন্ডল, সাধারণ সম্পাদক ধীমান মন্ডল, সাবেক ইউপি সদস্য খোকন মল্লিক, ইউপি সদস্য প্রসেনজিৎ রায়, ইউপি সদস্য অশোক সরকার, আ’লীগনেতা নিত্যানন্দ বৈরাগী, আলীগনেতা সুজয় মন্ডল সহ ৯৭ টি মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকবৃন্দ।সভায় প্রশাসনের পক্ষ থেকে শান্তিপূর্ণ ভাবে উৎসব মূখর পরিবেশে যাতে করে সনাতনীদের শারদীয়া দুর্গোৎসব সম্পন্ন হয় সেলক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করা হয়।