বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল গত মঙ্গলবার বিকাল ৩ টায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। তার আশু সুস্থতা কামনা করে বিবৃতি প্রদান করেছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। প্রদত্ত বিবৃতি দাতারা হলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান, ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক দিলীপ হালদার,উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান, সাংবাদিক মোঃ আহসান কবির, ইমরান হোসেন, আ’লীগ নেতা বি,এম মাসুদ রানা, স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সাবেক ছাত্রলীগ নেতা অরিন্দম গোলদার, সুরজিত মন্ডল, মমতা মল্লিক,বিউটি বিশ্বাস, সুইটি বৈরাগী, গীতা গোলদার প্রমূখ। এ সময় নেতুবৃন্দ হাসপাতালে দেখতে যান এবং তার শারীরিক খোঁজ খবর নেন।