বটিয়াঘাটা প্রতিনিধি: উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে সদ্যযোগদানকারী মো: দেলোয়ার হোসেন এর সাথে বটিয়াঘাটা প্রেস ক্লাব নেতৃবৃন্দ মঙ্গলবার দুপুরে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। তারা উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সাংবাদিকরা তার সার্বিক কাজে সহায়তা দেয়ার অভিমত ব্যাক্ত করেন। তিনি ভূমি অফিসকে দালাল মুক্ত রেখে মিউটেশন মামলার জট মুক্ত করার আশ্বাস প্রদান করেন। সৌজন্য সাক্ষাৎ কালে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক দৈনিক ইত্তেফাক, জন্মভূমি স্টাফ রিপোর্টার শেখ আব্দুল হামিদ, বটিয়াঘাটা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি দৈনিক সংবাদ, আমার একুশ পত্রিকার প্রতিনিধি অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস (ভারপ্রাপ্ত), সাধারণ সম্পাদক দৈনিক দেশ সংযোগ প্রতিনিধি মহিদুল ইসলাম শাহীন, গ্রামের কাগজ প্রতিনিধি ইমরান হোসেন, বিপ্রদাস চক্রবর্তী প্রমুখ।