বটিয়াঘাটা প্রতিনিধি: বটিয়াঘাটা উপজেলার ফুলতলা এলাকায় সদ্য বিচ্ছেদ হওয়া আবির রায় (২৫) নামে এক তরুণ কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। সে ওই এলাকার পলাশ রায়ের পুত্র। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ১০ টার দিকে।পারিবারিক, এলাকাবাসী ও পুলিশ সূত্রে প্রকাশ, উক্ত আবির রায় গত ২/৩ মাস পূর্বে ওই একই এলাকার জনৈক এক তরুণীকে ভালোবেসে বিয়ে করে।এতে বিপত্তি সাধে তরুনীর মা।কিছুদিন যেতে না যেতেই তরুণী হাতের শাঁখা ও সিঁদুর খুলে ফেলে আবিরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।কিন্তু আবির এটা মন থেকে মেনে নিতে না পারায় শুক্রবার সকালে কীটনাশক পান করে। পরিবারের লোকজন এটা আঁচ করতে পেরে তাকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা রুজু হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।