বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে জাতীয় ভোটার দিবস-১৯ শুক্রবার সকাল ৯টায় ১র্যালী ও আলোচনা সভা নির্বাচন অফিসার মোঃ আব্দুস সত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান বুলু রায় গাঙ্গুলী, কৃষি কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন বিশ্বাস, প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক ধীমান মন্ডল, এস,আই সুপ্রভাত মন্ডল সহ বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র, ছাত্রী, শিক্ষক, জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষীন করে।