বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা থানা পুলিশের আয়োজনে গনসচেতনা মূলক এক র্যালী ও পথ সভা শনিবার বিকাল ৫টায় থানার অফিসার ইনচার্জ রবিউল কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ওসি তদন্ত মোস্তফা হাবিবুল্লাহ্ এর সঞ্চলনায় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সাংবাদিক মহিদুল ইসলাম শাহীন, থানার এস,আই আসাদুজ্জামান, এস,আই প্রকাশ চন্দ্র বাছাড়, এস,আই অহম্মেদ কবির, এস,আই সু-প্রভাত, এস,আই স্বপন কুমার পাল, এস,আই নুর মোহম্মাদ,এস,আই কামরুল ইসলাম, এ,এস,আই জিয়াউল ইসলাম, এ,এস,আই গণপতি সরকার,ইউপি সদস্য নজরুল ইসলাম খাঁ, বটিয়াঘাটা সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির ম্যানেজার মোঃ শাহাজাহান আলী. সহ পুলিশ সদস্য বৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ। এ সময়ে বক্তরা ডেঙ্গু আতংঙ্কিত না হয়ে সকলে মিলে গনসচেতনা ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। পথসভার পূর্বে এক বর্নাঢ্য র্যালী উপজেলা প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করেন।