বটিয়াঘাটা প্রতিনিধি : খুলনা-দাকোপ সড়কের বটিয়াঘাটা বাসস্টান্ডের দক্ষিণ পাশে কালভার্ট ভেঙ্গে পড়ায় গত দু’দিন এ পথে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। যাত্রীবাহী বাস ও অন্যান্য যানবাহন বিকল্প পথে দাকোপ যাচ্ছে। সড়ক ও জনপথ বিভাগের এ রাস্তার উপর কালভার্টর্টি নির্মাণে ঠিকাদারের চরম দুর্নীতির অভিযোগ করেছে এলাকাবাসী। বটিয়াঘাটা বাস স্টান্ড থেকে চালনাগামী রাস্তায় কিসমত ফুলতলা গ্রামের মাঝে নির্মিত কালভার্টটি গত শুক্রবার ভোরে ধসে পড়ে। পূর্বেও একই স্থানে কালভার্টটি ধসে পড়লে যেনতেন ভাবে মেরামত করা হয়। দাকোপগামী যাত্রীবাহী বাস, জি-গ্যাসবাহী ভারী ট্রাক, বিভিন্ন কোম্পানীর সিমেন্টবাহী ট্রাকসহ অন্যান্য যানবাহন এ পথেই খুলনায় চলাচল করে। কালভার্টটি ধসে পড়ায় মরণ ফাঁদের সৃষ্টি হয়েছে। যে কোন সময়ে দ্রুতগামী মটর সাইকেল, ভ্যান, ইজিবাইক এ খাদে পড়ে দুর্ঘটনার কবলে পড়তে পারে। যাত্রীবাহী বাস, ট্রাকসহ অন্যান্য যানবাহন বিকল্প পথ হিসেবে উপজেলা পরিষদের সামনে দিয়ে কলেজ রোড হয়ে চলাচল করছে। রাস্তাটি ভারী যান চলচলের অনুপযুক্ত হওয়ায় ইতোমধ্যে থানা মোড়ের রাস্তার পাশে ধস দেখা দিয়েছে। রাস্তার বিভিন্ন অংশে ফাঁটল শুরু হয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে এ পথটিও চলাচলের অযোগ্য হয়ে পড়বে।
বিষয়টি সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী বলেন, ঘটনা স্থল পরিদর্শণ শেষে সড়ক ও জনপদ বিভাগের সাথে কথা বলা হয়েছে। খুলনা জেলা প্রশাসককে অবহিত করেছি। আশা করি কাল থেকে কালভার্টটি মরামতে কাজ শুরু হবে।