আব্দুল হামিদ. বটিয়াঘাটা প্রতিনিধিঃ দেশব্যাপী যখন ধুমপান বন্ধের উদ্বোগ নিচ্ছে সরকার তখনই খুলনার বটিয়াঘাটা উপজেলা পরিষদ চত্বরে ধুমপায়ীদের উৎসহিত করতে ধূমপান এলাকা প্রতিষ্ঠা করেছেন সাবেক উপজেলার নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেন খান। পাশেই রয়েছে বিআরডিবি, একটি বাড়ি একটি খামার, জনস্বাস্থ্য প্রকৌশলী, আনসার ভিডিপি ও সহকারী কমিশনার (ভূমি) অফিস। সাবেক উপজেলা নির্বাহী অফিসার মূ. বিল্লাল হোসেন খান নিজেই বিআরডিবি অফিসের জায়গায় উপজেলা পরিষদ মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। তার পাশেই ‘ধূমপান এলাকা’ সাইন বোর্ড ঝুলিয়ে দেন। বহু জায়গায় ধূমপান মুক্ত এলাকার সাইবোর্ড দেখা গেলেও ধূমপানকে সমর্থন দিয়ে এই প্রথম সাইন বোর্ড সচেতন মহলকে কৌতুহলী করেছে। অনেকেই রশিকতা করে সে খানেই দাঁড়িয়ে প্রকাশ্যে ধূমপান করছেন এবং গাল ভরে হাসছেন। উপজেলার বিভিন্ন অফিসে আসা সাধারণ মানুষ সেখানেই দাঁড়িয়ে এ দৃশ্য দেখেন এবং সমালোচনা করেন। বিষয়টি নিয়ে উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান বলেন, সাবেক ইউএনও অনেক কিছুই খামখেয়ালি করেছেন। অনেক জায়গায় সে নজির রেখেও গেছেন। তবে উপজেলা পরিষদের মধ্যে এভাবে সাইন বোর্ড দিয়ে প্রকাশ্যে ধূমপানের অনুমতি দেয়া ঠিক হয়নি।