বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধিঃ বটিয়াঘাটা প্রশাসনের আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান এর সভাপতিত্বে পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যানদ্বয় নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, ওসি তদন্ত মোঃ জাহেদুর রহমান। উপজেলা প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তী, সমাজসেবা কর্মকর্তা অমিত কুমার সমাদ্দার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রাণী রায়, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা দেবু টিকাদার, সমবায় কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শানীম আরা নিপা, তথ্য কর্মকর্তা মিতালি মন্ডল, সহ-সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ এস এম আমীর আলী, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বি এম আশিক বিন আজাদ, উপজেলা প্রেক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্ঠান ঐক্য পরিষদ উপজেলা সভাপতি অধ্যাপক মনোরঞ্জন মন্ডল, উপজেলা পরিষদের সিএ ও নির্বাহী কর্মকর্তার সিএ মোঃ মনিরুজ্জামান মনির, অফিস সুপার মোঃ শাহিনুল ইসলাম প্রমূখ। পরবর্তীতে বেলা সাড়ে বারোটায় ওই একই সম্মেলন কক্ষে আগামী ১৭ মার্চ জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ ভয়াবহ কালো রাত্রি ও ২৬ মার্চ নহান স্বাধীনতা দিবস এবং সপ্তাহব্যাপী মুজিব শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে সুবর্ণজয়ন্তী মেলা উদযাপন উপলক্ষ্যে ভিন্ন ভিন্ন অপর প্রস্তুতিমূলক সভা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।