বরিশাল : বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে কিশোরীদের বিনা মূল্যে জরায়ুমুখ ক্যানসারের টিকা প্রদান কার্যক্রমের প্রাক মতবিনিময় গত সোমবার বিকেলে বরিশাল বান্দর রোডস্থ একটি হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বরিশাল বিভাগে জরায়ুমুখ ক্যানসার প্রদিরোধে কিশোরীদের হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের (এইচপিভি) টিকা দেওয়া শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার থেকে। স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় এ কার্যক্রম চালানো হবে। ২৪ নভেম্বর পর্যন্ত এই কার্যক্রম চলবে। সভার সভাপতি স্বাগত বক্তব্য দেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক শ্যামল কৃষ্ণ মন্ডল। প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলী। বক্তব্য দেন ইউনিসেফ বরিশাল অঞ্চলের প্রধান আনোয়ার হোসেন।
সভায় এই টিকার সার্বিক গুরুত্ব তুলে ধরে বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন করেন ইউনিসেফের স্বাস্থ্য কর্মকর্তা আহসান ইসলাম।