বটিয়াঘাটা প্রতিনিধিঃ বটিয়াঘাটা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বিশ্ব নারী দিবস উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান’র সভাপতিত্বে ও মহিলা বিষয়ক অফিসার হাঁসি রানী রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যানদ্বয় নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা সিফাত আরা জয়া, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম, ইউআরসি ইনস্ট্রাক্টর গুলশান আরা, আরডিও সুলতানা নাসরিন, ভাঃ পরিসংখ্যান কর্মকর্তা তরফদার নাদিয়া পারভীন, উপজেলা প্রেসক্লাব সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, কোষাধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, সি. সহ- সভাপতি পরিতোষ রায়, সাংবাদিক সুমন বিশ্বাস, মহিলা অধিদপ্তরের সিঃ পরিদর্শক মেহেরুননেছা মহুয়া, উত্তরণের ব্রাঞ্চ ম্যানেজার মোখলেছুর রহমান, রুপান্তরের কল্যানী রায়, সুস্মিতা রায়, তন্নী রায় সহ উপজেলার বিভিন্ন দপ্তর ও এনজিও প্রতিনিধিগন। এর আগে এক মনোজ্ঞ র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত¡রে এসে শেষ হয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন স্কুলের শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।