বর্তমান প্রজন্মই পারে বাংলাদেশকে উন্নয়নের শীর্ষে নিয়ে যেতে: খুলনা জেলা প্রশাসক

প্রকাশঃ ২০১৭-১১-০৭ - ২২:৩৫

তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) : খুলনা জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান বলেছেন, বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে। আগামী দিনের বাংলাদেশের উন্নয়ন নির্ভর করছে বর্তমান প্রজন্মের কাছে। বর্তমান প্রজন্মই পারে বাংলাদেশকে উন্নয়নের শীর্ষে নিয়ে যেতে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রত্যেকের একটি লক্ষ্য থাকতে হবে, গুণিজনদের সর্ম্পকে জানতে হবে, তাহলে পথ চলতে অনেক সহজ হবে। মঙ্গলবার সকালে খুলনার পাইকগাছায় গরীব ও মেধাবী ৩’শ ১১ জন ছাত্র-ছাত্রীদের মধ্যে উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে এককালিন বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। জেলা প্রশাসক শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার জন্য সরকার প্রচুর অর্থ দিচ্ছে। কিন্তু সরকারি স্কুলের শিক্ষকরা ক্লাসে ঠিকমত পাঠদান করেন না। যে কারনে শিক্ষার্থীরা কোচিং নির্ভর হয়ে পড়ে। তিনি এসব বন্ধ করার আহবান জানিয়ে ক্লাসে সঠিক পাঠদান করতে শিক্ষকদের প্রতি অনুরোধ জানান। জেলা প্রশাসক সকলকে নিজের জায়গায় থেকে যথাযতভাবে সঠিক দায়িত্ব পালন করারও আহবান জানান। পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এড. স ম বাবর আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ, মুক্তিযোদ্ধা শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিহির বরন মন্ডল, অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষা অফিসার শোভা রায়। সভা শেষে জেলা প্রশাসক পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড ও হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার জানান, দীর্ঘদিন যাবত হাসপাতালের এ্যানেসথেশিয়া ডাক্তার না থাকার কারনে সিজারিয়ানসহ বিভিন্ন অপারেশন কার্যক্রম বন্ধ রয়েছে। সে কারনে রোগীদের চরম ভোগান্তি হচ্ছে। তাৎক্ষণিক সংশ্লিষ্ঠ স্বাস্থ্য বিভাগের উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে জেলা প্রশাসক মুঠোফোনে কথা বলেন এবং খুব শীঘ্র যাতে এ্যানেসথেশিয়া ডাক্তার পাইকগাছায় আসে সে ব্যাপারে যথাযত ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন। এরপর জেলা প্রশাসক ফসিয়ার রহমান মহিলা কলেজ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় পরিদর্শন করেন। এরআগে জেলা প্রশাসক সরল আশ্রায়ণ প্রকল্পের ৫০ জন উপকারভোগীদের মাঝে নামজারি পুর্বক খতিয়ান হস্তন্তর করেন এবং নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভুমি) অফিসার কার্যালয়ের ডিজিটাল হাজিরা কার্যক্রমের উদ্ভোধন করেন। এছাড়া উপজেলা নারী উন্নয়ন ফোরাম আয়োজিত মহিলা ভিক্ষুকদের আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষে মহিলা ভিক্ষুকদের মাঝে মুরগী, মুরগীর খাবার ও ঘর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান এর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এড. স ম বাবর আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জাহিদ ইকবাল, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার ও গাজী জুনায়েদুর রহমান এবং নারী উন্নয়ন ফোরামের সদস্যবৃন্দ।