বর্তমান সরকারের আমলেই সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে : মেয়র খালেক

প্রকাশঃ ২০২৩-০২-০৬ - ১৬:২৪

বিজ্ঞপ্তি : দলীয় কার্যালয়ে আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ মহানগর শাখার বর্ধিত সভা রোববার বাদ মাগরিব অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন মহানগর সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। সভাপতিত্ব করেন শ্রমিক লীগ মহানগর ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: মোতালেব মিয়া। সভা পরিচালনা করেন সংগঠনের সধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ।

সভায় প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে খুলনাসহ বাংলাদেশের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। তার সরকারের আমলেই বাংলাদেশের জনগন শান্তিতে বসবাস করতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ধারাবাহিকভাবে কাজ করেছেন বলেই বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। তাই বাংলাদেশের উন্নয়নের স্বার্থে আবারও শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনতে হবে। তাহলেই তার লক্ষ্য ২০৪১ সালের মধ্যেই বাংলাদেশ উন্নত দেশ হিসেবে পরিনত হবে। এজন্য শ্রমজীবী মানুষকে ভূমিকা রাখতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সকল পর্যায়ে শ্রমিক কর্মচারীদের ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।

সভায় সর্বসম্মতিক্রমে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে সকল ব্যাসিক ইউনিয়ন, সিবিএ ও ননসিবিএ এর সভা এবং সিটি কর্পোরেশন নির্বাচনে মহানগর শ্রমিক লীগের ব্যাপক ভূমিকা পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ২১ ফেব্রুয়ারি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালন ও এই উপলক্ষে মহানগর আওয়ামী লীগ আয়োজিত সকল কর্মসূচিতে অংশ গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সৈয়দ এমদাদুল হক, মল্লিক নওশের আলী, মো: দুলাল মল্লিক, মো: বাবুল হোসেন, মোল্লা মাহাবুবুর রহমান, মো: সেলিম, কাজী আ: ওহাব, আব্দুর রহিম খান, মাহাবুব হাসান শামীম, মো: জাকির হোসেন বিপ্লব, মো: জাহাঙ্গীর হোসেন, মোল্লা আজাদ আলী, আ: রশিদ শিকদার, কিংকর সাহা, মো: জয়নাল আবেদীন প্রমুখ নেতৃবৃন্দ।